ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

প্রকৃতি তার মহাদান

আবু তালহা তোফায়েল
প্রকৃতি তার মহাদান

প্রকৃতি আল্লাহর নিদর্শন অথবা সহজ ভাষায় বলতে পারি, প্রকৃতি আল্লাহর অপার নেয়ামত। এ পৃথিবীর যেখানে আমরা মানবজাতিসহ বিভিন্ন প্রাণী বাস করি, তা নিঃসন্দেহে খুবই চমকপ্রদ। আমরা আমাদের চারপাশের প্রকৃতিতে নানা ধরনের ফল-ফুল ও সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই। এগুলো একজন ঈমানদারের কাছে স্রফে আল্লাহর নিদর্শন মনে হয়। পবিত্র কোরআনে উল্লিখিত হয়েছে, ‘তিনি সেই সত্তা, যিনি ভূ-তলকে বিস্তৃত করেছেন এবং তাতে অটল পাহাড় ও নদ-নদী সৃষ্টি করেছেন। আর প্রত্যেক ফল জোড়ায়-জোড়ায় সৃষ্টি করেছেন। তিনি রাতের আবরণে দিনকে আবৃত করেন। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে।’ প্রকৃতির ধর্ম বলা হয় ইসলামকে। কেননা, আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব মানুষ হচ্ছে সামাজিক জীব। এই মানুষ জাতিকে নিয়েই পরিবেশ, প্রকৃতি ও সমাজের সৃষ্টি। আর পরিবার, সমাজ ও পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর প্রকৃতি নিয়ে ইসলামের পরিবেশগত চিন্তা-ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা বলেন, ‘তাদের জন্য নিদর্শন একটি মৃতভূমি। আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য। তারা তা ভক্ষণ করে। আমি তাতে উৎপন্ন করি খেজুর এবং প্রবাহিত করি ঝরনাধারা; যাতে তারা ফল খায়।’ (সুরা ইয়াসিন : ৩৩)।

প্রকৃতি আল্লাহর বিশেষ অনুগ্রহ : কবি বলেছেন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি/খোদা তোমার মেহেরবানি। পৃথিবীতে মানুষ আসার বহু আগেই মেহেরবান আল্লাহ তাঁর অপার নেয়ামতে প্রকৃতি ও পরিবেশকে সাজিয়েছেন। পরিবেশ ও প্রকৃতির মৌলিক উপাদান হচ্ছে মাটি ও পানি। মূলত মাটি থেকে গাছপালা, তরুলতা, শাকসবজি ইত্যাদি উৎপন্ন হয়। উৎপাদিত শস্য পানি থেকে প্রাণ সঞ্চার করে। প্রকৃতি ও পরিবেশ আল্লাহর মেহেরবানির আরেকটি দিক হচ্ছে আলো। আল্লাহতায়ালা বলেন, ‘তারা কি অনুধাবন করে না, আমি রাত সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলোকিত। এতে মোমিন সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।’ (সুরা নামল : ৮৬)।

প্রকৃতি আল্লাহর কুদরতের নিদর্শন : এ নিখিল বিশ্বে রয়েছে আসমান-জমিন, পাহাড়-পর্বত, নদী-নালাসহ অসংখ্য সৃষ্টিরাজি। মহান আল্লাহ ভাসমান চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ও অসংখ্য তারকা দ্বারা আসমানকে সুসজ্জিত করেছেন। এই সুসজ্জিত আসমান আল্লাহর কুদরতের এক বিশেষ নিদর্শন। তিনি বিস্তৃত ও বিশাল পৃথিবীকে বিন্যাস করেছেন বৈচিত্রময় পাহাড়-পর্বত, খাল-বিল, নদী-নালা, সাগর-মহাসাগর ও সারি সারি বৃক্ষ ও তৃণলতার সমারোহে। এতে রয়েছে মানুষসহ হাজারো রকমের জীব-জানোয়ার ও পশুপাখি। মানুষের পুষ্টি ও তৃপ্তির জন্য আল্লাহতায়ালা এ স্থলভূমিতে নানা রকমের খাদ্যশস্য ও সবজির আবাদ করে পৃথিবীকে বসবাস উপযোগী করেছেন আমাদের জন্য। আবার খাল-বিল, নদ-নদী ও সাগর-মহাসাগরে রয়েছে মাছের ও জলজ প্রাণীর প্রাচুর্য। পানির তলদেশে রয়েছে মণি-মুক্তাসহ অফুরন্ত রত্নভাণ্ডার। ভূগর্ভে রয়েছে অফুরন্ত পানি ও সোনা-রুপার অমূল্য সম্পদ। এ প্রকৃতি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন।

পরিবেশ পরিচ্ছন্ন রাখার নির্দেশনা : প্রকৃতিকে আল্লাহ সুন্দরভাবে সাজিয়েছেন। পাহাড়-নদী, সাগর-মরুভূমি, গাছপালা-খালবিল একেকটার একেক বৈশিষ্ট্য ও সৌন্দর্য। সবগুলোর সারমর্ম হচ্ছে, মানুষের উপকার করা বা মানুষের উপকারে আসা। এগুলো নষ্ট করা মানে নিজেকে ক্ষতি করা এবং পরিবেশকে দূষিত করা। সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় সামাজিক পরিবেশ গঠনে খাল-বিল, পুকুর-ডোবা, রাস্তাঘাট পরিষ্কার থাকা অপরিহার্য। হাদিসে এসেছে, ঈমানের ৭৩টি শাখার সর্বনিম্নটি হলো, রাস্তা থেকে ক্ষতিকারক বস্তু দূর করা।

পবিত্রতা ঈমানের অর্ধাংশ। এক বর্ণনায় অভিশপ্ত তিনটি কাজ অর্থাৎ পানির ঘাট, রাস্তার মাঝে এবং বৃক্ষের ছায়াতলে মলত্যাগ থেকে বিরত থাকার নির্দেশনা এসেছে। অর্থাৎ পানিতে, রাস্তাঘাটে ও ছায়াদার গাছতলে, যেখানে মানূষ বিশ্রাম নেয়, সেখানে মলত্যাগ করে পরিবেশ দূষিত করতে নিষেধ করা হয়েছে। আবার আমরা অনেক সময় হাঁচি-কাশি দেয়ার সময় মুখ ঢাকি না। এতে নির্গত ময়লা ও জীবাণু দ্বারা অন্যের ক্ষতি হতে পারে। রাসুল (সা.) যখন হাঁচি দিতেন, তখন তিনি মুখ ঢেকে নিতেন। পরিবেশের সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইসলামে রয়েছে স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ নির্দেশনা।

যা অনুসরণ করলে বিশ্বব্যাপী একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব। আল্লাহতায়ালা বলেন, ‘আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে, তাদেরও।’ (সুরা বাকারা : ২২২)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত