
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও মাস্টারকার্ড বাংলাদেশে রেমিট্যান্স সেবাকে আরও দ্রুত, নিরাপদ ও সহজ করতে একসঙ্গে কাজ করছে। মাস্টারকার্ডের ট্রানজাকশন সার্ভিসেস প্ল্যাটফর্ম ব্যবহার করে এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা (এনআরবি) আরও সহজে ও নির্ভরযোগ্যভাবে দেশে অর্থ পাঠাতে পারবেন। এই অংশীদারিত্ব দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াবে এবং আন্তর্জাতিক আর্থিক ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। ইস্টার্ন ব্যাংক পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর আলী রেজা ইফতেখার বলেন, ‘ইবিএল সবসময় বাংলাদেশকে বিশ্বের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে কাজ করছে। মাস্টারকার্ডের সঙ্গে এই সহযোগিতা রেমিট্যান্স সেবায় নতুন আস্থা ও দক্ষতার মান তৈরি করবে। আমরা চাই প্রবাসী বাংলাদেশিরা যেন আরও সহজে ও দ্রুত অর্থ পাঠাতে পারেন, আর প্রাপকরা পান নিরাপদ ও স্বচ্ছ সেবা। একসঙ্গে আমরা গড়ে তুলছি আরও সংযুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং প্রযুক্তিনির্ভর আর্থিক ভবিষ্যৎ।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি