
গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাবের বিরোধিতা করায় আটটি মিত্র দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে, যা পরবর্তীতে ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এই পদক্ষেপকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একেবারেই ভুল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন।
এর আগে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ট্রাম্প প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি। ট্রাম্পের এই ভূমিকার প্রতিবাদে গত শনিবার গ্রিনল্যান্ড ও ডেনমার্কের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। মূলত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের জাহাজ চলাচল পর্যবেক্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় দেশগুলো ডেনমার্কের পক্ষে একজোট হয়ে সাফ জানিয়েছে যে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা কোনো একক দেশের নয় বরং নেটোর যৌথ দায়িত্ব হওয়া উচিত। এদিকে ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দাবি করেছেন যে, ইউরোপীয় দেশগুলো একটি বিপজ্জনক খেলা খেলছে যা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ট্রাম্পের এই বাণিজ্যিক ও কূটনৈতিক চাপের মুখে নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় নেতারা। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন একে ব্ল্যাকমেইল হিসেবে আখ্যা দিয়ে জানিয়েছেন, নরওয়ে, যুক্তরাজ্য ও ইইউ দেশগুলোর সঙ্গে মিলে তারা যৌথ পাল্টা পদক্ষেপের বিষয়ে আলোচনা করছেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এই হুমকিকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন।