
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলামের ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। রাশেদুলের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাত ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গতকাল রোববার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান। আদালতে দেওয়া দুদকের আবেদনে বলা হয়েছে, রাশেদুল ইসলাম প্রকল্পের পিএ হিসেবে কর্মরত থাকাকালে প্রকল্পের ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবে সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে
নানাবিধ দুর্নীতির অনুসন্ধান চলছে।