
পেট্রো বাংলার গ্যাস বিল পরিশোধে তিতাস গ্যাস প্রথম। গত বৃহস্পতিবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) বোর্ড রুমে পেট্রোবাংলার আওতাধীন গ্যাস সরবরাহকারী ও বিতরণকারী এবং কনডেনসেট বিতরণকারী কোম্পানিসমূহ কর্তৃক ২০২৫ পঞ্জিকাবর্ষে পেট্রোবাংলার পাওনা পরিশোধে অগ্রণী ভূমিকা পালনের জন্য সম্মাননা প্রদান করা হয়। পেট্রোবাংলার পরিচালক (অর্থ) একেএম মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে দুইটি ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরিতে সর্বোচ্চ অর্থ পরিশোধ করে প্রথম হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। উক্ত অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালক, সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, পেট্রোবাংলা ও এর আওতাধীন সংশ্লিষ্ট কোম্পানিসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি