ঢাকা শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

সকাল-সন্ধ্যার দোয়া

সকাল-সন্ধ্যার দোয়া

রাসুলুল্লাহ (সা.) সকাল-সন্ধ্যা বিভিন্ন দোয়া পড়তেন। এর মধ্যে কিছু দোয়া এমন রয়েছে যা তিনি কখনো ছাড়তেন না। বরং নিয়মিত পড়তেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি দোয়া হলো-

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়াতা ফিদদুনয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দিনি ওয়া দুনইয়া, ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মাসতুর আওরাতি, ওয়া আমিন রাওআতি, আল্লাহুম্মাহ ফাজনি, মিম বাইনি ইয়া দাইয়া ওয়া মিন খালফি, ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাউকি, ওয়া আউজু বিআজ মাতিকা আন উগতালা মিন তাহতি।

বাংলা অর্থ : ‘হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করি। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার দ্বীন, আমার দুনিয়া, আমার পরিবার ও আমার সম্পদের নিরাপত্তা প্রার্থনা করি। হে আল্লাহ, আমার গোপন বিষয় গোপন রাখুন এবং আমার ভয়কে নিরাপত্তায় পরিণত করুন। হে আল্লাহ, আমাকে হেফাজত করুন আমার সামনে, পেছনে, ডান দিক, বাম দিক থেকে এবং আমার ওপরের দিক থেকে।

ফায়দা : ইবনে ওমর (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) সকাল ও সন্ধ্যায় কখনও এই দোয়া পড়া ছাড়তেন না। (আবু দাউদ : ৫০৭৪)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত