ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

জম্পেশ প্রস্তুতি চান কাবরেরা

জম্পেশ প্রস্তুতি চান কাবরেরা

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মিশন শুরু হতে যাচ্ছে। সেদিনই ভারতের মাঠে তাদের বিপক্ষে লড়বে জামাল-মিতুল-রাকিবরা। এর আগে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা চাইছেন, দলের প্রস্তুতি যেন জম্পেশ হয়। খেলোয়াড়রা যেন খেলার মধ্যে থাকে। তাই প্রিমিয়ার লিগে মধ্যবর্তী দলবদলের মধ্যেও অন্তত দুই রাউন্ড খেলা চলবে। আগের দিন গত শুক্রবার লিগের প্রথম পর্ব শেষ হয়েছে। শীর্ষে থাকা দুই দল মোহামেডান ও আবাহনীর মধ্যে ব্যবধান চার পয়েন্ট। লিগের প্রথম পর্ব শেষ হলেও ফেডারেশন কাপের খেলা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

যেহেতু মার্চের শুরু কিংবা এর আগেই জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। তাই খেলোয়াড়রা যেন মাসখানেক বসে না থেকে খেলার মধ্যে থাকে, সেজন্যই মধ্যবর্তী দলবদল চলার মাঝেই লিগের দুই রাউন্ড খেলা হবে। ১৫ ফেব্রুয়ারি থেকে যা শুরু হবে। বাফুফে সূত্রে তা নিশ্চিত হওয়া গেছে। আর এ জন্য মধ্যবর্তী দলবদলের জন্য সংশ্লিষ্ট ক্লাবগুলো দুইবার খেলোয়াড় তালিকা চূড়ান্ত করতে পারবে। ১০ ফেব্রুয়ারির মধ্যে একবার। আবার ২৮ ফেব্রুয়ারির মধ্যে আরেকবার। মধ্যবর্তী দলবদলে খেলার চলার উদাহরণ সম্ভবত এবারই প্রথম। তবে সবকিছুই জাতীয় দলের পর্যাপ্ত প্রস্তুতির জন্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত