দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের ধারাবাহিকতায় জাতীয় আন্তর্জাতিক তায়াকোয়ান্দো অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গতকাল বৃহস্পতিবার বাতিল নিয়ে আদেশ জারি করেছেন এনএসসি সচিব আমিনুল ইসলাম। দেশে তায়াকোয়ান্দো খেলার দুটি প্রতিষ্ঠান থাকা নিয়ে আলোচনা ছিল বহুদিন ধরে। তবে এবার সেটাকে আমলে নিয়ে কাজ একটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এনএসসি।