ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

তারুণ্যের উৎসবে সাইকেল র‌্যালি

তারুণ্যের উৎসবে সাইকেল র‌্যালি

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের সামনে ছিল উৎসবমুখর পরিবেশ। তিন শতাধিক সাইক্লিস্ট র‌্যালিতে অংশ নেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী প্রধান অতিথি থেকে র‌্যালির উদ্বোধন করেন। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন এবং সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। র‌্যালিটি জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউর সামনে থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবন, আবদুল গনি রোড হয়ে পল্টনে জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত