নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কান্ট্রিগেমস অ্যাসোসিয়েশনের র্যালি, লোকজ খেলাধূলা ও সংস্কৃতি প্রদর্শনী। গত মঙ্গলবার বিকালে ঢাকা কমার্স কলেজ কোয়ার্টার মাঠে অনুষ্ঠিত হয় এই খেলা ও সংস্কৃতি প্রদর্শনী। দেশের হারিয়ে যেতে বসা আমাদের গ্রামীণ ঐতিহ্যময় খেলা হাডুডু, দাডিয়াবান্ধা, বৌছি, গোল্লাছুটসহ বেশ কয়েকটি খেলায় অংশ নেন শতাধিক শিক্ষার্থীরা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। এ সময় প্রশাসনের উপাধ্যক্ষ (চলতি দায়িত্ব) প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, অ্যাকাডেমির উপাধ্যক্ষ (চলতি দায়িত্ব) প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ।
উৎসবে সভাপতিত্ব করেন বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সভাপতি (চলতি দায়িত্ব) আজিম উদ্দিন আহমেদ। খেলা পরিচালনা করেন ঢাকা কমার্স কলেজের শারীরিক শিক্ষা বিভাগের সিনিয়র শিক্ষক ফয়েজ আহমদ। উৎসবের শুরুতে একটি র্যালি কলেজের সামনের রাস্তা প্রদক্ষিণ করে।