ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

তায়কোয়ান্দো গর্বিত

তায়কোয়ান্দো গর্বিত

গত বছরের ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- প্রতিপাদ্যে দেশে অনুষ্ঠিত হলো তরুণ্যের উৎসব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নির্দেশনায় দেশের অনেক ক্রীড়া ফেডারেশনই তারুণ্যের উৎসবে খেলা পরিচালনা করেছে। তার মধ্যে সর্বাধিক খেলা পরিচালনা করে বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন। ২০ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘চিফ এডভাইজার জিওবি’তে তায়কোয়ান্দোসহ কয়েকটি খেলার ছবি দিয়ে তারুণ্যের এই উৎসবে নারীদের অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছেন। প্রধান উপদেষ্টার এমন সাধুবাদে গর্বিত তায়কোয়ান্দো ফেডারেশন। সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, ‘আমরা কক্সবাজার, গাইবান্ধা, রাজশাহী, বগুড়া, কুমিল্লা, গাজীপুর, সিরাজগঞ্জসহ দেশের আটটি জেলা এবং ধানমন্ডির মহিলা ক্রীড়া সংস্থা ও জাতীয় ক্রীড়া পরিষদে তারুণ্যের উৎসব করেছি। যেখানে শত শত নারী ও পুরুষ খেলোয়াড় অংশ নিয়েছে। আমাদের আয়োজনকে প্রধান উপদেষ্টার গুডলুকে থাকায় আমরা গর্বিত।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত