তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল। এ জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছেন সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়া ইশমা-স্বর্ণারা। গতকাল রোববার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ২৫৩ রান তোলে বাংলাদেশ নারী ইমার্জিং দল। ওপেনার ইশমা তানজিমের ব্যাটে আসে ৫৭ রানের চকচকে এক ইনিংস। মিডল অর্ডারে সুমাইয়া আক্তার করেন ৩৮ রান। পাঁচে নামা রাবেয়া হায়দার ৩৪ রানের ইনিংস খেলেন। এছাড়া ছয়ে নামা আফিয়া ইরা ৪৪ ও সাতে নামা স্বর্ণা আক্তার ৩০ বলে ৪১ রানের মারকুটে ইনিংস খেললে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় স্বাগতিকরা। তাদের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৩ রান তোলে বাংলাদেশ।
জবাব দিতে নেমে দুই বল বাকি থাকতে ২৩৯ রানে গুটিয়ে যায় প্রোটিয়া ইমার্জিং নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল ওপেনিং জুটিতে ৯৭ রান যোগ করে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয়। ওপেনার ডি কিয়ার্ক ৪২ রান করেন। অন্য ওপেনার লুরেন্স খেলেন ৬৮ রানের ইনিংস। এছাড়া চারে নামা ফায়ে ৫৫ রানের ইনিংস খেলেন। তবে মিডল অর্ডারে তাদের দ্রুত আউট করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ইমার্জিং নারী দল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন স্বর্ণা আক্তার।