ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নাহিদদের কোচ হচ্ছেন টেইট

নাহিদদের কোচ হচ্ছেন টেইট

আন্দ্রে অ্যাডমসের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু তার আগেই বিদায় নিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক এই পেসার। বিসিবির সঙ্গে পারস্পরিক সমঝোতায় পেস বোলিং কোচ হিসেবে যাত্রা শেষ হচ্ছে তার। এরইমধ্যে তাকে ফুল দিয়ে বিদায় জানিয়েছেন ক্রিকেটার ও কোচিং স্টাফের অন্য সদস্যরা। ২০২৩ সালে অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছাড়ার পর তাসকিন আহমেদণ্ডনাহিদ রানাদের পেস বোলিং কোচ হিসেবে অ্যাডামসকে দায়িত্ব দেয় বিসিবি। তবে বছর দেড়েক কাজ করার পর তার সঙ্গে আর সম্পর্ক টেনে নিতে চাচ্ছে না বোর্ড। এরই মধ্যে নতুন কোচও অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। খেলোয়াড়ি জীবনে গতির জন্য খ্যাতি ছিল তার। অস্ট্রেলিয়ার হয়ে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন তিনি। অবসরের পর পাকিস্তান জাতীয় দলে কাজ করা টেইটের সঙ্গে গত বিপিএলের সময়ই কথাবার্তা কিছুটা এগিয়ে রেখেছিল বিসিবি। এখন তা অনেকটাই চূড়ান্ত। টেইট বিপিএলের সর্বশেষ আসরে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন। তার সঙ্গে ২০২২ সালেও একবার আলোচনা করেছিল বিসিবি। গত বছরের শুরুতে নিজের নাম দিয়েও পরে তা সরিয়ে নিয়েছিলেন। তবে এবারের আলোচনা ইতিবাচকই বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত