ক্রীড়াঙ্গণ সংস্কারের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির দেয়া প্রস্তাবনা অনুযায়ী আগে ২৬টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ।
তবে গত ১২ মে বিদায়ের সময় ২৪টি ক্রীড়া ফেডারেশনের নতুন কমিটির প্রস্তাব দিয়েছিল এই কমিটি। ১৬ দিন পর সেখান থেকে গতকাল বুধবার ১৯টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে নতুন কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই কমিটিগুলোর মধ্যে জিমন্যাস্টিক্স ফেডারেশনে সাধারন সম্পাদক হিসাবে হাবিবুর রহমান, সার্ফিং অ্যাসোসিয়েশনে মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সেপাক টাকরো অ্যাসোসিয়েশনে ফারুক ঢালি, কিক বক্সিংয়ে মোস্তাফিজুর রহমান বেং বুত্থান অ্যাসোসিয়েশনের ওই পদেই রাখা হয়েছে ইউরি বজ্রমুনিকে। তবে বাকি সব কমিটিতেই সাধারন সম্পাদক পদে আনা হয়েছে নতুন মুখ।
এগুলো হলো- কান্ট্রিগেমস অ্যাসোসিয়েশনের মেজর (অব.) মো. রাকিব, জুজুৎসু অ্যাসোসিয়েশনে সাইফুল ইসলাম, আশাআপ অ্যাসোসিয়েশনে কাজী আরাফাত মাহমুদ সাকিব, মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনে অউপার আহমেদ, থ্রোবল অ্যাসোসিয়েশনে ড. শারিফ আশরাফুজ্জামান, প্যালালিম্পিক কমিটির ড. মারুফ আহমেদ, গলফ ফেডারেশনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাঈদ সিদ্দিকী, চুকবল অ্যাসোসিয়েশনে কল্লোল দাস, রোলার স্কেটিংয়ে লুৎফর রহমান, রোইং ফেডারেশনে মাকসুদ আলম, ইয়োগা অ্যাসোসিয়েশনে আল আমিন চৌধুরী, মার্শাল আর্ট কনফেডারেশনে কেএম রহমান বাপ্পী,
বধির ক্রীড়া ফেডারেশনে আবদুর রাজ্জাক এবং ক্যারম ফেডারেশনে অ্যাডভোকেট আবু তৈয়ব মোহাম্মদ হাসানকে সাধারন সম্পাদক করা হয়েছে।