ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

কারাতে মারামারি তদন্তে গড়িমসি!

কারাতে মারামারি তদন্তে গড়িমসি!

গত ৯-১১ মে অনুষ্ঠিত ২৯ তম জাতীয় কারাতে প্রতিযোগীতার আয়োজনে নানা অসঙ্গতি ও মারামারির ঘটনায় ইতিমধ্যে ক্রীড়াঙ্গনে নানা আলোচনা চলছে। অভিযোগ উঠেছে, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টুর ছত্রছায়ায় এবারের জাতীয় কারাতে প্রতিযোগীতায় প্রতিপক্ষের খেলোয়াড়, কোচ ও সমর্থকদের মারধর করার।

তাছাড়া ফেডারেশনের রেফারী কমিশনের ব্যর্থতায় প্রতিযোগীতার আগে রেফারী পরীক্ষা নিয়ে নানা তুঘলকি কান্ড সহ লাইসেন্স বিহীন এবং নিচু গ্রেডের রেফারী দিয়ে খেলা পরিচালনার ফলে খেলার ফলাফল ব্যাপকভাবে ওলটপালট হয়।

এই অবস্থায় চাপে পড়ে সাধারণ সম্পাদক মোয়াজ্জেম তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন যাদের গত ২৩ মের মধ্যে রিপোর্ট জমা দেয়ার কথা থাকলেও এখনও তা জমা হয়নি।

ইতিমধ্যে অভিযোগকারী পক্ষ তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিটির সদস্য শমসের আলম ভুইয়ার ব্যাপারে অনাস্থা প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। তাছাড়া টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নিজেই টুর্নামেন্ট আয়োজনের ব্যর্থতা নিয়ে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হওয়া নিয়েও কথা উঠেছে নানা মহলে। এই অবস্থায় সঠিক তদন্ত হওয়া নিয়ে ভুক্তভুগীরা আশংকায়। সংশ্লিষ্টরা ধারণা করছেন যে, দায়সারা রিপোর্ট দিয়ে ফেডারেশন তাঁর ব্যর্থতা ঢাকার চেষ্টা করবে যা কারাতে খেলোয়াড়দের এবং কারাতে ফেডারেশনের ভবিষ্যত সহ বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্থ করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত