ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বিপিএলের চতুর্থ ভেন্যু হবে রাজশাহী, আশ্বাস বুলবুলের

বিপিএলের চতুর্থ ভেন্যু হবে রাজশাহী, আশ্বাস বুলবুলের

দীর্ঘ সময় ধরে দেশের উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে। এ অঞ্চলে মানসম্পন্ন ভেন্যু থাকা সত্ত্বেও আয়োজন করা হয় না আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বিপিএল ও প্রিমিয়ার লিগ আয়োজনের আশ্বাস মিলল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পরই বলেছিলেন, দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার কথা। এ জন্য হাতে নিয়েছেন বিকেন্দ্রীকরণ কৌশল। এরই অংশ হিসেবে রাজশাহীতে প্রিমিয়ার লিগ চালু করার কথা জানালেন আমিনুল।

গত মাসেই রাজশাহীর মানুষের ক্রিকেট উন্মাদনা টের পাওয়া গেছে বেশ ভালোভাবেই। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং সিরিজের ঘটনা। সেসময় স্টেডিয়ামের একাংশ খুলে দেওয়া হয় দর্শকদের জন্য। তিন ম্যাচেই গ্যালারি স্লোগানে মুখরিত রাখেন স্থানীয় ক্রিকেটপ্রেমীরা। জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের কাছে পেয়ে তখন রাজশাহীর মানুষের উন্মাদনা টের পাওয়া যায় বেশ ভালোভাবেই। সেই মানুষদের জন্য এবার আশার কথা শোনালেন আমিনুল ইসলাম বুলবুল। সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা হাতে নিয়েছেন বিসিবির নতুন সভাপতি, এর অংশ হিসেবে বৃহত্তর রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ শুরুর ভাবনার কথা জানালেন তিনি। প্রয়োজনীয় উন্নয়ন কাজ হয়ে গেলে রাজশাহীতে বিপিএলের ম্যাচও আয়োজন সম্ভব, বলেছেন বিসিবির মাঠ কমিটির প্রধান মাহবুব আনাম।

টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবির দেশব্যাপী আয়োজনে শামিল হতে রোববার রাজশাহীতে যান বিসিবি সভাপতি আমিনুল। দুই বোর্ড পরিচালক মাহবুব ও সাইফুল আলম স্বপন, আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন, নারী দলের ওপেনার শামীমা সুলতানাও দিনব্যাপী আয়োজনে যোগ দেন। অনূর্ধ্ব-১২ ক্রিকেটারদের নিয়ে সিক্স-এ-সাইড ম্যাচে টস করেন আমিনুল। এছাড়া ছবি আঁকা প্রতিযোগিতা, ‘হিট দ্য স্টাম্প’ চ্যালেঞ্জ, অভিভাবকদের জন্য ‘ক্রিকেট ফর অল’ কার্যক্রম ঘুরে দেখেন দেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান। ‘গুড লাক’ উইশ বোর্ডে দেশের ক্রিকেট নিয়ে শুভকামনার বার্তাও লিখেন তিনি।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড প্রধান বলেন, রাজশাহীর মানুষের ক্রিকেটপ্রেম দেখে তিনি মুগ্ধ। ‘ক্রিকেটের প্রতি আপনাদের (রাজশাহীবাসী) সমর্থন, ভালোবাসা দেখে আমরা অভিভূত হয়ে গেছি। এই মাঠে এত সুন্দর আউটফিল্ড... অনেক দেশে নেই। এত সুন্দর উইকেট নেই। আমি গ্রাউন্ডস কমিটির মাহবুব ভাইকে কৃতিত্ব দিতে চাই। সারা দেশে যদি এরকম উইকেট তৈরি করতে পারি, তাহলে আরও অনেক ক্রিকেটার বেরিয়ে আসবে।’ বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে প্রাথমিক লক্ষ্য হিসেবে দেশের ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করার ইচ্ছার কথা বলেছিলেন আমিনুল। দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়ার এই লক্ষ্য পূরণে ঢাকার ক্লাব ক্রিকেটের মতো রাজশাহীতেও প্রিমিয়ার লিগ শুরু করতে চান তিনি। ‘আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে... রাজশাহীতে প্রথমশ্রেণির ক্রিকেট হয় মাঝেমধ্যে। আমরা যেটা করব, বৃহত্তর রাজশাহী অঞ্চলের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করব।’ ঢাকার বাইরে এখন শুধু চট্টগ্রাম ও সিলেটে প্রিমিয়ার লিগ আয়োজিত হয়। নানা প্রতিকূলতা থাকলেও ওই দুই বিভাগীয় শহরে প্রায় নিয়মিতই হয় প্রিমিয়ার লিগের খেলা। সামনে রাজশাহীতেও ক্লাব ক্রিকেটের লড়াই শুরুর পাশাপাশি আরও ক্রিকেটীয় কার্যক্রম বাড়াতে চান আমিনুল। ‘এখানে আমরা ক্রিকেটীয় কার্যক্রম আরও বাড়াব। এখানে ক্রিকেট ট্রেনিং প্রোগ্রাম, কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরও বাড়াব। এখানে বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেট হয়। সেগুলোকে দুই দিনের ক্রিকেটে রুপান্তরের চেষ্টা করব।’

বিসিবি সভাপতি উইকেট ও আউটফিল্ডের প্রশংসা করলেও, এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক খেলা হয়নি রাজশাহীতে। ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনটি ম্যাচ হয় ওই মাঠে। তবে নিয়মিতই হয় প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) খেলা। রাজশাহীর মাঠে অবশ্য গ্যালারি খুব ভালো নয়। এছাড়া ফ্লাডলাইটের বেশিরভাগ বাতিও খুলে নেওয়া হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সহসা তাই ওই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ নেই। বিসিবির মাঠ কমিটির প্রধান মাহবুবের আশা, জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে সংস্কার করে দেওয়া হলে, আগামী বছরেই রাজশাহীতে বিপিএলসহ আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ আয়োজন করা যাবে। ‘এই মাঠে আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ করার জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার। সেই ব্যাপারে আমরা জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা করেছি, একটা প্রস্তাবনা দিয়েছি। আশা করব, ক্রীড়া পরিষদই শিগগিরই এটা হাতে নেবে এবং আগামী বছরের কোনো সময় থেকে এখানে এর চেয়েও আন্তর্জাতিক কোনো খেলা বা বিপিএলের খেলা এখানে দেখতে পাব।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত