ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সেমিতেও প্রতিপক্ষ পাকিস্তান, এবার কী করবে ভারত?

সেমিতেও প্রতিপক্ষ পাকিস্তান, এবার কী করবে ভারত?

ইংল্যান্ডে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) সেমিফাইনালে আজ মুখোমুখি হওয়ার কথা ভারত চ্যাম্পিয়নস ও পাকিস্তান চ্যাম্পিয়নসের। কিন্তু এই হাইভোল্টেজ সেমিফাইনাল ঘিরে এখন তৈরি হয়েছে অনিশ্চয়তার মেঘ। যুবরাজ সিংয়ের নেতৃত্বে ভারত চ্যাম্পিয়নরা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নদের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সেমিফাইনালে উঠেছে। তবে সেমিফাইনালে তারা আদৌ মাঠে নামবে তো? এ নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। কারণ গ্রুপ পর্বে যে ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বয়কট করেছিল!

গ্রুপ পর্বে ভারত চ্যাম্পিয়নস রাজনৈতিক ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে ম্যাচটা খেলেনি। সেই ম্যাচ বাতিল হয়ে যায়। নিয়মানুসারে ওয়াকওভার পেয়ে পাকিস্তানের পকেটেই দুই পয়েন্ট যাওয়ার কথা। কিন্তু সেখানে দুই দলকেই একটি করে পয়েন্ট দেওয়া হয়। শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং ও ইরফান পাঠানের মতো সাবেক তারকা তখন স্পষ্টভাবে জানিয়েছিলেন, তারা পাকিস্তানের বিপক্ষে খেলবেন না। এমন সিদ্ধান্তকে কেউ সমর্থন করেছেন, আবার অনেকে কঠোরভাবে সমালোচনা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত