ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অধিনায়ক হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহান

অধিনায়ক হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহান

টানা পারফর্ম করেও জাতীয় দলের দরজা খুলছে না নুরুল হাসানের জন্য। তবে এবার ‘এ’ দলের অধিনায়ক হয়ে তিনি যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। দ্বিতীয়বারের মতো এই টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এই প্রতিযোগিতার জন?্য গতকাল সোমবার ১৬ সদসে?্যর স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক করা হয়েছে কাজী নুরুল হাসান সোহানকে। বাংলাদেশ ‘এ’ দলের সর্বশেষ সিরিজেও অধিনায়ক ছিলেন সোহান। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে গত মে মাসে একদিনের ম্যাচের সিরিজে সেঞ্চুরি করেছিলেন তিনি, আন-অফিসিয়াল টেস্টেও তার ব্যাটে এসেছিল শতরান।

ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন সংস্করণে তিনি পারফর্ম করে আসছেন বেশ অনেক দিন ধরেই। কিন্তু জাতীয় দলের দুয়ার খুলছে না। আরেকবার সেখানে কড়া নাড়ার সুযোগ এখন তার সামনে। জিসান গত জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ২৮১ রান করেছিলেন ১৫৮.৭৫ গড়ে। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই আগ্রাসী ব্যাটিং দিয়ে নিজেকে আলাদা করে চিনিয়েছেন তিনি। তার অফ স্পিন বোলিংও বেশ কার্যকর। ২০ বছর বয়সি ক্রিকেটার সর্বশেষ খেলেছেন বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে গত মে মাসে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে একদিনের ম্যাচের সিরিজে। ওই সিরিজে একটি ম্যাচ খেলেছিলেন তোফায়েল। গত জাতীয় লিগ টি-টোয়েন্টি ও পরে ঢাকা প্রিমিয়ার লিগে কার্যকর অলরাউন্ড পারফরম্যান্সে নরজ কাড়েন তিনি।

জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ নাঈম শেখ ও হাসান মাহমুদ। টেস্ট ও ওয়ানডের নিয়মিত মুখ হাসান অবশ্য সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ও পরে দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ছিলেন না। এই সংস্করণে নিজেকে আবার মেলে ধরার সুযোগ তার সামনে। নাঈমের জন্যও এই সফরটি একটি পরীক্ষা।

গত জাতীয় লিগ টি-টোয়েন্টি ও বিপিএলে সর্বোচ্চ রান করার পর বাংলাদেশ টি-টোয়েন্টে দলে ফেরানো হয় তাকে। কিন্তু শ্রীলঙ্কায় একটি ও দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলে তিনি ছিলেন একরকম খোলসবন্দি। বাংলাদেশের হয়ে ১৪ টেস্ট খেললেও রঙিন পোশাকে আলোচনায় সেভাবে না থাকা অফ স্পিনার নাঈম হাসান সুযোগ পাচ্ছেন সাদা বলের ঝলক দেখানোর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত