ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। যদি বলা হয়ে থাকে এবারের পুরস্কারটি কে জিতবে, তাহলে উত্তর হলো ৩০ জনের মধ্য থেকে কেউ না কেউ তো অবশ্যই! কিন্তু প্যারিস সেন্ত জার্মেইকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পুরস্কারটি জিততে সবচেয়ে এগিয়ে উসমান দেম্বেলে।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় যারা :

উসমান দেম্বেলে (পিএসজি)

জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি)

জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ)

দিজিরে দুয়ে (পিএসজি)

ডেনজেল ডামফ্রিস (ইন্টার মিলান)

সারহু গিরাসি (ডর্টমুন্ড)

আর্লিং হাল্যান্ড (ম্যানচেস্টার সিটি)

ভিক্টর গিয়োকারেস (আর্সেনাল)

আশরাফ হাকিমি (পিএসজি)

হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)

খিচা কাভারাস্কেইয়া (পিএসজি)

রবের্ত লেভানডোভস্কি (বার্সেলোনা)

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল)

লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)

স্কট ম্যাকটমিনে (নাপোলি)

কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)

নুনো মেন্ডেস (পিএসজি)

জোয়াও মেন্ডেস (পিএসজি)

পেদ্রি (বার্সেলোনা)

কোল পালমার (চেলসি)

মাইকেল অলিস (বায়ার্ন মিউনিখ)

রাফিনহা (বার্সেলোনা)

ডেক্লাইন রাইস (আর্সেনাল)

ফাবিয়ান রুইজ (পিএসজি)

ভার্জিল ফন ডাইক (লিভারপুল)

মোহাম্মদ সালাহ (লিভারপুল)

ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

ফ্লোরিয়ান ভির্টজ (লিভারপুল)

ভিতিনহা (পিএসজি)

লামিনে ইয়ামাল (বার্সেলোনা)

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত