ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এবার ভুটানের ক্লাবে খেলতে গেলেন রিপা

এবার ভুটানের ক্লাবে খেলতে গেলেন রিপা

সাবিনা-ঋতুপর্ণা-মনিকাদের পথ ধরে এবারের দেশের বাইরের ক্লাবে খেলতে গেলেন শাহেদা আক্তার রিপা। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই ফরোয়ার্ড ভুটানের রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাবের হয়ে এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবেন। প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে রিপা শুক্রবার রওনা দিয়েছেন ভুটানের উদ্দেশে। বিমানে ওঠার আগে ছবি তিনি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেইসবুকে। এ নিয়ে ভুটানের লিগে অংশ নেওয়া বাংলাদেশের নারী ফুটবলারের সংখ্যা দাঁড়াল ১৩ জন। প্রথম দফায় সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া ভুটানের লিগে খেলতে দেশটিতে যান; তারা সবাই খেলছেন পারো এফসির হয়ে। এরপর তাদের সাথে যোগ দেন মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র। সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র খেলছেন থিম্পু সিটির হয়ে এবং মাসুরা ও টানা দুই উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলকিপারের পুরস্কার জেতা রুপনা ও কৃষ্ণা খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত