
ক্রিস্টিয়ানো রোনালদো যেন ফিরে পেলেন নিজের পুরোনো ছন্দ। প্রি-সিজনের এক প্রস্তুতি ম্যাচে রিও আভের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে আল নাসরকে ৪-০ গোলের বড় জয় এনে দিলেন পর্তুগিজ মহাতারকা। গত বৃহস্পতিবার রাতে পর্তুগালের এস্তাদিও ডো আলগার্ভে অনুষ্ঠিত ম্যাচে আল নাসরের হয়ে গোলের সূচনা করেন মোহামেদ সিমাকান। এরপরই রোনালদোর জাদুতে মাতোয়ারা হয়ে ওঠে গ্যালারি। পেনাল্টি বক্সে জোয়াও ফেলিক্সের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর এক চমৎকার ফিনিশে প্রথম গোল করেন রোনালদো। এরপর সাদিও মানে পেনাল্টি থেকে গোল মিস করলেও, মাত্র ১৬ সেকেন্ড পর রোনালদো হেড করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। পাঁচ মিনিট পর পেনাল্টি থেকেই পূর্ণ করেন হ্যাটট্রিক।
এই ম্যাচের আগেই রোনালদো নিশ্চিত করেন যে তিনি আরও দুই বছর থাকছেন আল নাসরে। মাসের পর মাস ধরে ক্লাব ছাড়ার গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি চুক্তি বাড়িয়েছেন ২০২৭ সাল পর্যন্ত। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক পোস্টে রোনালদো লিখেন, ‘নতুন অধ্যায় শুরু হলো। একই স্বপ্ন, একই ভালোবাসা। চলুন একসঙ্গে ইতিহাস গড়ি।’ তার কিছুক্ষণের মধ্যেই আল নাসর ক্লাব নিশ্চিত করে দেয়, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসেরে থাকছেন ২০২৭ সাল পর্যন্ত।’ ২০২২ সালের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর রোনালদো যোগ দেন আল নাসরে। এরপর থেকে গোলের বন্যা বইয়ে দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচে করেছেন ৯৩ গোল। রোনালদোর সৌদি আরবে পাড়ি জমানো শুধু তার ক্যারিয়ারের নয়, বিশ্ব ফুটবলের জন্যও ছিল বড় এক মোড়।