ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঋতুপর্ণাকে বাড়ি উপহার দিচ্ছে বিসিবি

ঋতুপর্ণাকে বাড়ি উপহার দিচ্ছে বিসিবি

প্রায় আড়াই দশকের চেষ্টায় নানা প্রতিবন্ধকতা ও সংকট কাটিয়ে এগিয়ে যাচ্ছে দেশের নারী ফুটবল। চলতি বছরে নতুন মাত্রায় পৌঁছেছে মেয়েরা। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে লাল সবুজের মেয়েরা। যার অন্যতম কারিগর ঋতুপর্ণা চাকমা। ফুটবলে অসম্ভব মেধাসম্পন্ন এ খেলোয়াড়ের বাড়ি দুর্গম পাহাড়ী এলাকা রাঙামাটিতে। বাঁশের বেড়া দিয়ে তৈরি এ বাড়িতে বসবাস করেন জাতীয় দলের তারকা ফুটবলার। স্থানীয় প্রসাশন জায়গা দিলেও ঋতুপর্ণা চাকমার বাড়ি তৈরি নিয়ে দেখা দিয়েছিল জটিলতা। সবকিছু ঠিক থাকলেও তার এলাকা থেকেই অজ্ঞাত বাধা আসে। অবশেষে জটিলতা কেটে যাচ্ছে। বিসিবি থেকে ঋতুপর্ণার গ্রামের বাড়ি তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিবি পরিচালনা পর্ষদের সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথান সভা। সেখানে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের নানা দিক। তবে ছোট্ট একটি অংশ বরাদ্দ ছিল ফুটবলের জন্যও। সেটি ঋতুপর্ণা চাকমাকে নিয়ে। বাংলাদেশকে অনেক সাফল্য এনে দেওয়া ফুটবল তারকার বাড়ি নির্মাণ করে দেবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। এর মধ্যেই প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা ও প্রয়োজনীয় অন্যান্য কিছু চূড়ান্ত হয়েছে এবং তা বিসিবির কাছে পাঠিয়েছে ঋতুপর্ণার পরিবার। বোর্ড সভায় সেটির অনুমোদন দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গত মাসে নারী এশিয়া কাপের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। দলের সেই সাফল্য যাত্রায় অসাধারণ পারফর্ম করেন ঋতুপর্ণা। বাহরাইনকে উড়িয়ে বাছাই শুরুর ম্যাচে একটি গোল করেন ঋতুপর্ণা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত