
বিশ্বের প্রথম ক্রীড়া বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যম গেমপ্লিফাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাংবাদিকতা বিভাগ ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সাংবাদিক হতে আগ্রহীদের নিয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অডিটরিয়ামে গতকাল শুক্রবার সকাল ১০টায় এই কর্মশালা শুরু হয়ে শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। কর্মশালায় অংশ নেওয়াদের মধ্যে কুইজ অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের সার্টিফিকেট প্রদান করা হয়। ‘ক্রীড়া সাংবাদিকতার হাতেখড়ি : খেলার গল্প, খবরে প্রাণ’- শীর্ষক এই কর্মশালার জন্য পাঁচ শতাধিক আগ্রহী রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।
তাদের মধ্যে লটারির মাধ্যমে সরাসরি অডিটরিয়ামের কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পান ১৭০ জন। বাকিদের অনেকে অনলাইনের মাধ্যমে অংশ নেন কর্মশালায়। আগামী দিনের ক্রীড়া সাংবাদিক হতে আগ্রহীদের খেলাধুলার আইন-কানুন, পেশাদারি, রিপোর্টিং, ফিচার-সাক্ষাৎকার লেখার নিয়ম, বিশ্লেষণ, টিভি জার্নালিজম, স্ক্রিপ্ট রাইটিং, মোজো জার্নালিজম, অনলাইন জার্নালিজম সম্পর্কে নিজেদের অতীত অভিজ্ঞতা থেকে নানা পরামর্শ দেন দেশের অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। আগ্রহীদের নানা কৌতূহলী প্রশ্নের উত্তরও দেন তারা।
বর্তমানে ক্রীড়া সাংবাদিকতার গুরুত্বের বিষয়টি তুলে ধরেন জনপ্রিয় পাক্ষিক ক্রীড়াজগতের সম্পাদক দুলাল মাহমুদ। অনলাইন প্ল্যাটফর্ম নটআউটনোমানের নোমান মোহাম্মদ আগামীর ক্রীড়া সাংবাদিকদের বৃত্ত ভাঙার মানসিকতা নিয়ে এই পেশায় আসার আহ্বান জানান। চ্যানেল-২৪ এর সাংবাদিক ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব সঠিক তথ্য প্রকাশের ওপর গুরুত্ব দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। বিএসপিএর সাবেক সভাপতি মোস্তফা মামুন আগামী দিনের ক্রীড়া সাংবাদিকদের মাঠে যাওয়ার প্রতি আগ্রহী হওয়ার গুরুত্ব তুলে ধরেন।