ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কোচকে নিয়ে বিস্ফোরক সালাহ

কোচকে নিয়ে বিস্ফোরক সালাহ

লিভারপুলের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন দলের

মিশরীয় তারকা মোহামেদ সালাহ। লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর বিস্ফোরক মন্তব্যে তিনি বলেছেন, ক্লাব তাকে ‘বাসের নিচে ফেলে দিয়েছে’ এবং সব দোষ তার ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। গত শনিবার রাতে লিডসের বিপক্ষে ম্যাচে সালাহ পুরোটা সময় বেঞ্চেই পার করেন।

এতে করে টানা তৃতীয় ম্যাচ তিনি বেঞ্চে বসে কাটিয়েছেন। হতাশ সালাহ ম্যাচ শেষে সাংবাদিকদের দেন বিস্ফোরক প্রতিক্রিয়া, ‘খুব পরিষ্কার, কেউ চাইছে আমি যেন সব দোষের ভার নেই। সালাহর দাবি, কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্ক হঠাৎ করেই ভেঙে গেছে, ‘আমি বারবার বলেছি, আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। আর হঠাৎ করে কোনো সম্পর্কই নেই। কেন এমন হলো, আমি জানি না। মনে হচ্ছে কেউ আমাকে ক্লাবেই চায় না।’ ইয়ান রাশ ও রজার হান্টের পর লিভারপুলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ; ৪২০ ম্যাচে তার গোল ২৫০টি। লিভারপুলের অনেক সাফল্যের নায়ক ক্ষোভ নিয়ে বলেন, ‘ক্লাব আমাকে বাসের নিচে ফেলে দিয়েছে- এটাই আমার অনুভূতি। আমি মনে করি, কেউ চায় আমি সব দায় নিই।’ তবে ক্লাব নিয়ে সালাহর ভালোবাসায় কোনো পরিবর্তন নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত