ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

৫ ম্যাচে ৮ উইকেট

বিগ ব্যাশে রিশাদের দাপট

বিগ ব্যাশে রিশাদের দাপট

দেশে বিপিএলের উন্মাদনা চললেও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নজর এখন সুদূর অস্ট্রেলিয়ায়। বিগ ব্যাশ লিগে (বিবিএল) হোবার্ট হ্যারিকেনসের হয়ে বল হাতে রীতিমতো দাপট দেখাচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথম ম্যাচটি উইকেটশূন্য থাকলেও, পরের টানা চার ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন তিনি।

গতকাল সোমবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিশাদ। প্রতিপক্ষকে ১৬২ রানে আটকে দিতে ৩৪ রান খরচায় শিকার করেন ২ উইকেট। রিশাদের ঘূর্ণিতে প্যাভিলিয়নে ফেরেন পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ক।

১৬৩ রানের লক্ষ্য তাড়ায় ৪ উইকেটের দাপুটে জয় তুলে নেয় হোবার্ট হ্যারিকেনস।

এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে রিশাদের দল। আসরের প্রথম ম্যাচে সিডনি থান্ডার্সের বিপক্ষে উইকেট না পেলেও পরের ম্যাচগুলোয় ছন্দ ফিরে পান রিশাদ। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ৩৩ রানে ২ উইকেট, রেনেগেডসের বিপক্ষে প্রথম দেখায় ২১ রানে ১ উইকেট এবং পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। আর সবশেষ ম্যাচে আবারও রেনেগেডসের বিপক্ষে নিলেন জোড়া উইকেট। এখন পর্যন্ত ৫ ম্যাচে ১৮ ওভার বোলিং করে ১৩৯ রান দিয়ে রিশাদের ঝুলিতে জমা পড়েছে ৮টি উইকেট। গড়ে প্রতি ১৭.৩৭ রানে একটি করে উইকেট নিয়েছেন তিনি, আর ওভারপ্রতি রান দেওয়ার হার (ইকোনমি) ৭.৭২।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত