
দক্ষিণ আমেরিকা সফর দিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করবে এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। এই সফরে পেরু, কলম্বিয়া ও একুয়েডরের ক্লাবের বিপক্ষে খেলবেন লিওনেল মেসি, লুইস সুয়ারেসরা। আগামী ২৪ জানুয়ারি পেরুর ক্লাব আলিয়ানসা লিমার মুখোমুখি হবে মায়ামি। পেরুতে এটি হবে মায়ামির টানা দ্বিতীয় প্রাক-মৌসুম সফর। আলিয়ানসা লিমা পেরুর ফুটবল ইতিহাসের দ্বিতীয় সফলতম ক্লাব, যাদের প্রথম বিভাগ শিরোপা আছে ২৫টি। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকাল ৫টায়, যা উভয় মহাদেশের ফুটবল ভক্তদের এমএলএস চ্যাম্পিয়নদের খেলা দেখার সুযোগ করে দেবে।
পেরুর পর মায়ামি যাবে কলম্বিয়ায়। ৩১ জানুয়ারি তারা খেলবে আতলেতিকো নাসিওনালের বিপক্ষে। ক্লাবটি সাধারণত লস ভার্দোলাগাস নামে পরিচিত। কলম্বিয়ার প্রথম বিভাগ ফুটবলে তাদের শিরোপা আছে ১৮টি। দুইবারের কনমেবল কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়নও তারা। মায়ামির সফর শেষ হবে প্রথমবারের মতো একুয়েডরের কোনো দলের বিপক্ষে খেলে। ৭ ফেব্রুয়ারি দেশটির সফলতম দল ও শীর্ষ লিগের ১৬ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা দে গয়াইয়াকিলের মুখোমুখি হবে হাভিয়ের মাসচেরানোর দল। দক্ষিণ আমেরিকা সফর শেষে ফ্লোরিডায় ফিরবে মায়ামি।
২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএসের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা। মেসি ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর ওই মৌসুমে ক্লাবটি জিতে নেয় লিগস কাপের প্রথম আসরের শিরোপা, এই ক্লাবেরও যা প্রথম ট্রফি। এরপর গত মৌসুমে সাপোর্টার্স শিল্ড ও এবার সবচেয়ে বড় ট্রফি এমএলএস কাপ জিতে নেয় তারা।