ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্বকাপ জয়ী অস্ট্রেলীয় অলরাউন্ডার নেপাল দলে

বিশ্বকাপ জয়ী অস্ট্রেলীয় অলরাউন্ডার নেপাল দলে

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরে ম্যাচ জিততে না পারলেও নেপাল চমক দেখানোর বেশ কাছে ছিল। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে অল্পের জন্য জিততে পারেনি তারা। এবার বেশ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে হিমালয় কন্যা খ্যাত দেশটি। সাপোর্ট স্টাফের তালিকায় এবার যুক্ত করল ইয়ান হার্ভেকে। ২০০৩ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন এই অলরাউন্ডার। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে হার্ভেকে বোলিং কনসালট্যান্ট কোচ বানিয়েছে নেপাল। তিনি যোগ দেবেন আরেক অস্ট্রেলিয়ান ও দলের প্রধান কোচ স্টুয়ার্ট লোর সঙ্গে।

হার্ভে অস্ট্রেলিয়ার জার্সিতে ৭৩ ওয়ানডে খেলে ৮৫ উইকেট নিয়ে ৭১৫ রান করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও নিজেকে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বোলিংয়ে বৈচিত্র্যতা দিয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত