ঢাকা রোববার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

এক মাস পর ফিরলেন এমবাপ্পে

এক মাস পর ফিরলেন এমবাপ্পে

প্রায় এক মাস পর রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে ফিরলেন কিলিয়ান এমবাপ্পে। অনুমিতভাবেই পোস্টে ফিরলেন প্রথম পছন্দের গোলরক্ষক থিবো কোর্তোয়া। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ৭টায় লা লিগার ম্যাচে লেভান্তের বিপক্ষে খেলবে রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে দলের কোচ হিসেবে আলভারো আরবেলোয়া নিজের অভিষেকে রক্ষণ ফিরিয়েছেন ফেদে ভালভের্দেকে। অন্য তিন ডিফেন্ডার হলেন রাউল আন্সেসিও, আলভারো কারেরাস ও ডিন হাউসেন। তিন মিডফিল্ডার হলেন জুড বেলিংহ্যাম, এদুয়ার্দো কামাভিঙ্গা ও অহেলিয়া চুয়ামেনি। আক্রমণভাগে এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়রের সঙ্গে জায়গা পেয়েছেন গন্সালো গার্সিয়া।

গত ২০ ডিসেম্বর সবশেষ রিয়ালের হয়ে কোনো ম্যাচে শুরুর একাদশে ছিলেন এমবাপ্পে। হাঁটুর চোটে বেশ ভুগছেন ফরাসি ফরোয়ার্ড। স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে খেলেননি তিনি, ফাইনালে শেষ দিকে মাঠে নামলেও তেমন কিছু করতে পারেননি। কোপা দেল রেতে আলবাসেতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ছিলেন বিশ্রাম। ১৮ গোল করে এবারের লা লিগায় সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। আর কেউ ১১ গোলের বেশি করতে পারেননি। রিয়ালের অন্য কোনো ফুটবলার চলতি আসরে পাঁচ গোলের বেশি করতে পারেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে হারের তেতো স্বাদ পাওয়া রিয়ালের সামনে জয়ে ফেরার চ্যালেঞ্জ। সেখানে সম্ভাব্য সেরা একাদশই বেছে নিয়েছেন আরবেলোয়া। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত