প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৬ আগস্ট, ২০২৫
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : ‘তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হবে না, যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান অপেক্ষা, তার পিতা অপেক্ষা এবং সকল মানুষ অপেক্ষা বেশি প্রিয় (ভালোবাসার বস্তু) না হই।’ (বুখারি শরীফ)। তিনি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন : ‘যে যাকে ভালোবাসে সে (পরকালে) তার সঙ্গে থাকবে।’ (মুসলিম শরীফ)। হাদীসে আরও রয়েছে : ‘যে আমার সুন্নাতকে ভালোবাসে সে অবশ্যই আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে।’ (নাসায়ী শরীফ)। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : ‘সর্বোত্তম আমল হলো আল্লাহর জন্য ভালোবাসা।’ (আবু দাঊদ শরীফ)।
ভালোবাসার আমল
নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : ‘তোমাদের কেউ জান্নাতে যাবে না, যদি না সে ঈমান অনয়ন করে; আর ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হবে না, যদি না তারা একে অন্যকে ভালোবাসে। আমি কি তোমাদের এমন একটি আমল শিখিয়ে দেবো? যা করলে তোমাদের মাঝে প॥ীতি ও ভালোবাসা জন্মিবে! (সে আমলটি হলো) তোমরা নিজেদের মাঝে সালামের প্রসার ঘটাও।’ (তিরমিযী শরীফ)।
ভালোবাসার দোয়া : রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায়শ এই দোয়া করতেন:
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আছআলুকা হুবয়াকা ওয়া হুবয়া মাইঁ-ইয়ুহিবয়ুকা ওয়াল আমালাল্লাযী ইয়ুবাল্লিগুনী হুবয়াক।
অর্থ: ‘হে আল্লাহ! আপনার ভালোবাসা চাই, আপনার ভালোবাসার জনের ভালোবাসা চাই; আর সে আমল করার তাওফীক চাই, যে আমল করলে আপনার ভালোবাসা লাভ করা যায়।’ (মুআত্তা ইমাম মালিক)।
বি.দ্র : লেখকের বানান হুবহু রাখা হয়েছে।