ঢাকা বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের

নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের

প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনেকটাই এগিয়ে ছিল নিউজিল্যান্ড। আজও বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে ৫ উইকেটে জয়ের দেখা পেয়েছে কিউইরা। আর এই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হচ্ছে বাংলাদেশকে।

বাংলাদেশকে হারানোর সঙ্গে স্বাগতিক পাকিস্তানেরও বিদায় নিশ্চিত করে দিলো কিউইরা। সে সঙ্গে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপ থেকে ভারত এবং নিউজিলান্ড সেমিফাইনাল নিশ্চিত করে ফেললো। দুই দলই জয় পেয়েছে দুটি করে ম্যাচে। শেষ ম্যাচে বাংলাদেশ বা পাকিস্তান একটি জয় পেলে কোনো লাভই হবে না।

আজ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ বল করতে নামার পর প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন। টাইগার স্পিডস্টারের করা ওভারের ষষ্ঠ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন উইল ইয়াং। এরপর দলীয় ১৫ রানেই বিদায় নিতে হয় কিউইদের আরেক অভিজ্ঞ ব্যাটারকে।

ইয়াং ফেরার পর ক্রিজে আরেক ওপেনার কনওয়ের সঙ্গী হয়েছিলেন কেইন উইলিয়ামসন। তবে তিনিও ইনিংস বড় করতে পারেননি। চতুর্থ ওভারেই নাহিদ রানার বলে কট বিহাইন্ড হয়ে ফিরতে হয় উইলিয়ামসনকে।

এরপরই উইকেটে দাঁড়িয়ে যান আরেক ওপেনার ডেভিড কনওয়ে এবং অলরাউন্ডার রাচিন রাবিন্দ্রা। এ দু’জনের ৫৭ রানের জুটি কিউইদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা করে। ৪৫ বলে ৩০ রান করে মোস্তাফিজের বলে বোল্ড হয়ে যান কনওয়ে।

এরপরই বিশাল জুটি গড়তে উইকেটে দাঁড়িয়ে যান রাচিন রাবিন্দ্রা এবং টম ল্যাথাম। দু’জন মিলে গড়ে তোলেন ১৬৯ রানের বিশাল জুটি। ৯৫ বলে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি করে রাবিন্দ্রা। শেষ পর্যন্ত রিশাদ হোসেনের বলে তিনি আউট হন ১১২ রান করে।

রবীন্দ্র ফেরার পর ল্যাথামও সাজঘরে ফিরেন রান আউট হয়ে। তবে ৫৫ রান করে দলীয় ২১৪ রানে ল্যাথাম ফিরলেও জয় তুলে নিতে বেগ পেতে হয়নি কিউইদের।

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে আজও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিমের পর দুই অভিজ্ঞতম ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও ব্যর্থ হয়েছেন। আগের ম্যাচে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয়ও দলের হাল ধরতে পারেননি। অধিনায়ক শান্ত ওপেনিংয়ে নেমে খেলেন ৭৭ রানের ইনিংস, এছাড়া জাকের আলির ৪৫ ও রিশাদ হোসেনের ২৬ রানের ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

আবা/এসআর/২৫

বিদায়,চ্যাম্পিয়ন্স ট্রফি,বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত