টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার পর এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা। তবে ওয়ানডে খেলা চালিয়ে যাবেন তিনি।
রোহিত লিখেছেন, 'আমি জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য পরম সম্মানের ছিল। গত বছরগুলোতে আপনাদের সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করা চালিয়ে যাব''
বোর্ডার-গাভাস্কার সিরিজে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত। তখনই ধারণা করা হয়েছিল অবসর নিবেন রোহিত। তবে তখন বিদায় জানাননি রোহিত। এদিকে ভারতের আসন্ন ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক হিসেবে রোহিতকে দেখা যাবে কি না তা নিয়ে শঙ্কা ছিল।
এসব শঙ্কার মাঝে আজ আচমকাই অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত। ইন্সটাগ্রামে দেওয়া এক স্টোরিতে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
আবা/এসআর/২৫