অনলাইন সংস্করণ
১৪:১৬, ০৪ জানুয়ারি, ২০২৬
ক্রিকেটের মাঠের বাইরে রাজনৈতিক টানাপোড়েন আবারও ছায়া ফেলেছে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ওপর। সম্প্রতি বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে ছেড়ে দিতে।
এই পরিস্থিতিতে ভারতের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তার শঙ্কায় দল পাঠাবে না বলে আজ আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজ। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে ভারত ও কলকাতার কিছু ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল উগ্র হয়ে ওঠে।
তারা আইপিএলের কোন ফ্র্যাঞ্চাইজিতেই বাংলাদেশের খেলোয়াড়দের না খেলানোর পরামর্শ দিয়েছে এবং হুমকি দিয়েছে যাতে কলকাতার মাঠে কোন বাংলাদেশি ক্রিকেটার খেলতে না পারে।
এই অবস্থায় বিসিসিআইয়ের নির্দেশে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
বিসিবি মুস্তাফিজকে কেন বাদ দেয়া হয়েছে তা জানতে বিসিসিআইকে ইমেইল পাঠাবে। বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, “মুস্তাফিজুরকে কেন বাদ দেয়া হয়েছে সেটার সঠিক চিত্র জানতে আমরা বিসিসিআইকে একটি ইমেইল পাঠাচ্ছি।”
মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছাড়ার পর বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের তিনটি অনুষ্ঠিত হবে কলকাতায়।