বাউফলে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বণিক ওরফে শিবু বণিককে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা।
রোববার (৫ জানুয়ারি) বেলা ১১টায় কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কালাইয়া বন্দর মার্চেন্টপট্টি মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আমিন, অপহৃত ব্যবসায়ী শিবু বণিকের ভাই রতন বণিক ও ব্যবসায়ী অতুল চন্দ্র পাল-সহ অন্যান্য ব্যবসায়ীরা। পরে তারা শিবু বণিকের দোকানের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কলাইয়া বন্দর প্রদক্ষিণ করে। মানববন্ধনে দ্রুত সময়ের মধ্যে অপহৃত ব্যবসায়ী শিবু বণিককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে না পারলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারী দেন বক্তারা।
এদিকে অপহরণের ঘটনায় দুই দিন ধরে ধর্মঘটের কারণে দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে সাড়ে সাত লক্ষ টাকা লুট ও ওই ব্যবসায়ীকে ট্রলারে করে অপহরণ করে নিয়ে যায় ডাকাতদল।