সিরাজগঞ্জে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১১টি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ৯টি ইট ভাটায় সাড়ে ৩৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে ৩টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে ও ১টি বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার বহুতী এলাকার রাইন ব্রিকস, রায়গঞ্জ উপজেলার নারায়ণশালুয়া এলাকার জেনিন ব্রিকস ও সরাই হাজীপুরের সান ব্রিকসের কিলন ও চিমনি গুড়িয়ে দেয়া হয় এবং রায়গঞ্জের মোড়দিয়ার আলফা ব্রিকস সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাইন ব্রিকসকে ৬ লাখ, রায়গঞ্জের দেউলমুড়া সুরমা ব্রিকসকে ৫ লাখ, চকনূর এলাকার এইচ আলী ব্রিকসকে ৫ লাখ, চকনূর এলাকার এইচ আলী ব্রিকসকে- আড়াই লাখ, সরাই হাজীপুর এলাকার এসএন বি ব্রিকসকে ৪ লাখ, সান ব্রিকসকে ৫ লাখ, ভুইয়াগাঁতী মেসার্স হিরো ব্রিকসকে ৫ লাখ, মোরদিয়া এলাকার সুপার ব্রিকস আড়াই লাখ এবং লাঙ্গলবন্ধের মেসার্স রেজা ব্রিকসকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।