সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখি বাজারে সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১ মার্চ) গভীর রাতে সোনামুখি বাজারের শিখা স্মৃতি সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দিরের তত্ত্বাবধায়ক যতন কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, রোববার সকালে মন্দিরে পূজা দিতে এসে তারা প্রতিমাটি ভাঙা অবস্থায় দেখতে পান।
স্থানীয়রা জানান, মন্দিরটি পাকা এবং সামনে স্টেইনলেস স্টিলের বেড়া রয়েছে। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরের বাইরে থেকে বাঁশ ঢুকিয়ে প্রতিমা ভেঙে ফেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, এ বিষয়ে থানায় অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন এবং জেলা প্রশাসক এ ঘটনায় বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছেন।