ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সংবাদ সম্মেলন করেছে। রোববার দুপুরে মেডিকেল কলেজের হাসপাতাল ফটকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইন্টার্ন চিকিৎসক ডাঃ ইফাজ আল শাওন, ডাঃ সৈকত মাহমুদ, ডাঃ রায়হান খন্দকার, ডাঃ শোয়েব শাহরিয়ার, শিক্ষার্থী আল আরাফাত, আসাদুল্লাহ আল মারুফসহ অন্যান্যরা। তারা জানান, তাদের দাবিগুলি পূর্ণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই পরিস্থিতির দ্রুত সমাধান কামনা করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া অন্যান্য সব চিকিৎসা সেবা এবং কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকরী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। এর ফলস্বরূপ, অনেক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসে বিপাকে পড়েছেন। জরুরি বিভাগ চালু থাকলেও অন্যান্য বিভাগ বন্ধ থাকায় অনেক রোগী ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

সংবাদ সম্মেলনে সকল ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইন্টার্ন,চিকিৎসক,দাবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত