ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামাটি জেলা পরিষদের পুনর্গঠন প্রশ্নে হাইকোর্টের রুল, দুই সদস্য বরখাস্ত

রাঙামাটি জেলা পরিষদের পুনর্গঠন প্রশ্নে হাইকোর্টের রুল, দুই সদস্য বরখাস্ত

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন কেন সংবিধান বিরোধী নয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে পরিষদের দুই সদস্য প্রণতি রঞ্জন খীসা ও রাঙাবী তংচংগাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। অ্যাডভোকেট রাজীব চাকমা, জসিম উদ্দিন, পুলিন বিহারী চাকমা ও উথান মারমার দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

রিটকারীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মো. সুলতান উদ্দীন, নিবোলাস চাকমা ও রতন কুমার। এ বিষয়ে আইনজীবী মো. সুলতান উদ্দীন জানান, “আদালত রিট আবেদনটি আমলে নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, তা জানতে চেয়েছেন এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করা হবে কি না, সে বিষয়ে রুল জারি করেছেন। একই সঙ্গে পরিষদের দুই সদস্যকে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন।”

দুই সদস্যকে দায়িত্ব পালনে বিরত রাখার বিষয়ে তিনি বলেন, “রাঙাবী তংচংগ্যা বৈবাহিক সূত্রে নিজের পরিচয় পরিবর্তন করায় নিজ জনগোষ্ঠীর কোটায় বিবেচিত হতে পারেন না। অন্যদিকে, প্রণতি রঞ্জন খীসার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে, যা থেকে তিনি এখনো দায়মুক্ত নন।”

এ বিষয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, “আদালতের বিষয়টি শুনেছি, তবে বিস্তারিত জানার পর সবার সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পুনর্গঠিত হয় তিন পার্বত্য জেলা পরিষদ। তবে জেলার দশটি উপজেলা থেকে প্রতিনিধি না নেওয়া, একই পরিবারের একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করা, হত্যা মামলার আসামিকে সদস্য করা এবং সম্প্রদায়ভিত্তিক বৈষম্যের অভিযোগ উঠে। এর প্রতিবাদে জেলার জুড়াছড়ি, বরকল, কাউখালী ও রাজস্থলী উপজেলায় বিক্ষোভ, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তীতে এসব উপজেলার বাসিন্দাদের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়।

বরখাস্ত,রুল,হাইকোর্ট,রাঙামাটি জেলা পরিষদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত