ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

রামুতে খালে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

রামুতে খালে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের রামুতে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়া পাড়া এলাকার সোনাইছড়ি খালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু স্হানীয় ইলিশিয়াপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ হাবিব (৭) ও রমজান আলীর ছেলে ইয়াছিন (৬)। নিহত দুই শিশু আপন চাচাত ভাই।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।

স্বজনদের উদ্ধৃতি দিয়ে তিনি জানাান, পরিবারের সকলের অগোচরে দুই শিশু খেলতে যায়। এক পর্যায়ে তারা নদীর পানিতে ডুবে যায়। হদিস না পেয়ে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর খালের পানিতে তাদের মৃতদের ভেসে উঠে। পরে মৃতদেহ উদ্ধার করা হয়।

নদীর পানিতে ডুবে দুইটি শিশুর মর্মান্তিক মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে । স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর সংবাদটি শুনেছি।

রামু,শিশু,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত