চট্টগ্রাম শহরের দেওয়ানহাট মোড়ে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের চলাচল নিষিদ্ধ এবং চালকদের হয়রানির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে পুলিশ বাধা দিয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সমাবেশ শুরুর আগেই পুলিশের হস্তক্ষেপে বাসদ ও ছাত্র ফ্রন্টের নেতাসহ তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বাসদের চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরি জয়, ছাত্র ফ্রন্ট নেতা মিনহাজ উদ্দিন ও রিকশাচালক মো. রুকন। জানা গেছে, সমাবেশটি আয়োজন করেছিল ‘ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’। সংগঠনটির দাবি, এসব পরিবহন লাখো মানুষের জীবিকার সঙ্গে যুক্ত। সরকার চাইলে নিবন্ধন, লাইসেন্স ও রুট পারমিটের মাধ্যমে এসব যানবাহনকে নিরাপদ ও আধুনিকভাবে পরিচালনা করা সম্ভব।
সংগঠনের সদস্য সচিব মনির হোসেন বলেন, “আমরা ব্যানার ও মাইক নিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই পুলিশ এসে মাইক ভেঙে দেয়, ব্যানার কেড়ে নেয় এবং তিনজনকে ধরে নিয়ে যায়। মিনহাজকে মারধরও করা হয়েছে। একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।”
তবে পুলিশের দাবি, তারা অনুমতি ছাড়া সমাবেশ করছিল এবং রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছিল।
ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম বলেন, “পুলিশ বোঝানোর চেষ্টা করলে তারা ধাক্কাধাক্কি শুরু করে। এরপর তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে আগের একটি মামলা থাকায় তাকে হালিশহর থানা হস্তান্তর করা হয়েছে।”