ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর হাওরে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ কটু মিয়া (৪০) ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের আব্দুল মুত্তালিবের ছেলে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, কটু মিয়া বাড়ি থেকে বের হয়ে গরু আনতে হাওরে গিয়েছিলেন। পরে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

হাওর,বজ্রপাত,কৃষক নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত