ঢাকা রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মাংস নিয়ে বোনের বাড়ি যাওয়া হলো না ভাইয়ের

মাংস নিয়ে বোনের বাড়ি যাওয়া হলো না ভাইয়ের

কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদুল আযহার দিন বিকেলে বোনের বাড়িতে কুরবানির মাংস নিয়ে যাওয়ার সময় শাহাজাহান মিয়া (৬০) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। অপর দুই যাত্রী ছেলে শুভ (৯), ভাতিজা কায়সার(৭) গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘোলপাশা ইউনিয়নে বাবুর্চি চৌরাস্তায়।

মৃত শাহাজাহান উপজেলার কালিকাপুর ইউনিয়নের কে কে নগর (গিত্তাশাল) গ্রামের মৃত সিদ্দিক ছেলের।

তথ্যটি নিশ্চিত করেন মিয়া বাজার হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দিন।

নিহতের জেঠাতো ভাই আবদুল মতিন জানান, আমার চাচাতোব ভাই শাহাজাহান মিয়া সম্প্রতি প্রবাস থেকে দেশে এসেছেন। গত তিন দিন আগে একটি অটো মিশুক ক্রয় করেন।

আজ শনিবার ঈদুল আযহার দিন বিকেলে ছেলে ও ভাতিজাকে সাথে নিয়ে পাশ্ববর্তী ইউনিয়নের বাবুর্চি গ্রামে বোন হালিমা বেগমের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় বাবুর্চি বাজার ক্রসিংয় যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে শাহাজাহানের মৃত্যু হয়। সাথে থাকা ছেলে ও ভাতিজা গুরুতর আহত হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অপূর্ব জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে প্রেরণ করি। ওখানে একজনের মৃত্যু হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মাংস,বোন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত