ঢাকা বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চৌমুহনী সরকারি এস এ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ

চৌমুহনী সরকারি এস এ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ

নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী সরকারি এস এ কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) সকালে বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী সরকারি এস এ কলেজের আয়োজনে ও কলেজ মিলনায়তনে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সিনা ছৈয়দ তারেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, পৌর যুবদলের সদস্য সচিব জি এস নিজাম উদ্দিন, সাবেক জিএস নিজাম উদ্দিন রুবেল।

অতিথিরা বক্তব্যে বলেন, জেন জেড জেনারেশনই পারে দেশকে পরিবর্তন করতে। এই বিদায় কোনো চিরবিদায় নয়, এটি কেবল এক ধাপ পেরিয়ে নতুন এক জীবনের শুরু। এছাড়াও পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সবাই।

এই সময় শিক্ষার্থীদের আগামী জীবনের সফলতা কামনায় দোয়া কামনা করা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন, অত্র কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এইচএসসি,পরীক্ষার্থী,দোয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত