সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় আন্তর্জাতিক সীমানা আইন মেনে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে তারা।
এসময় ভারতীয় বিএসএফ এর আমুদিয়া ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং তলুইগাছা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমসহ উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
হস্তান্তর হওয়া বাংলাদেশিরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া গ্রামের মাজেদ মোড়লের কন্যা রেবেকা বেগম, একই এলাকার বদিয়ার রহমানের ছেলে মোনায়েম হোসেন এবং খুলনা জেলার কয়রা থানার ঘুগরাকাটি গ্রামের আলীম মোড়লের কন্যা রানিমা খাতুন এবং তার শিশু কন্যা আয়েশা খাতুন।
বিজিবি জানায়, তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে তারা অবৈধভাবে ভারতের আমুদিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় সেদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে আটককৃতরা বাংলাদেশের নাগরিক নিশ্চিত হওয়ার পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে সন্ধ্যায় তাদের তলুইগাছা সীমান্ত দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বিজিবি সদস্যরা উক্ত ৪ বাংলাদেশিকে থানায় হস্তান্তর করেন। রাতেই তাদের তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।