কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. পারভেজ মোশারফ (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ মোশারফ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা আবুল ফয়েজের ছেলে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ‘টেকনাফগামী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর পারভেজকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।’
এদিকে উখিয়া উপজেলার পালংখালী স্টেশনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রী রিমু আক্তার নিহত হয়েছেন।
নিহত রিমু স্থানীয় পালংখালী খাদিজাতুল বালিকা মাদ্রাসার ছাত্রী।
শাহপরীরদ্বীপ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। বাসটিকে জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।