ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বেনাপোল হয়ে ভারতে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক

বেনাপোল হয়ে ভারতে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক

ভারতে যাওয়ার সময় নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি উপজেলার আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুজজামান জোসেফ-কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২৯ জুন) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক আনোয়ারুজজামান জোসেফ নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি উপজেলার খলিয়াজুড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, পূর্ব থেকে ইমিগ্রেশনে খবর ছিল নেত্রকোনা জেলার খুলিয়াজুড়ি উপজেলার আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুজজামান জোসেফ ভারতে যেতে পারে। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেওয়া হয়। পরবর্তীতে ১১টার দিকে তার পাসপোর্টটি ডেস্ক এ জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়।

তার নামে একাধিক মামলা রয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক আসামি আমাদের কাছে হস্তান্তরের পর যেহেতু নেত্রকোনা থানায় তার নামে মামলা রয়েছে, সেহেতু তাকে নেত্রকোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ভারত,আ.লীগ,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত