ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: রিতা

মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: রিতা

মুন্নু গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিজ এর চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাটুরিয়া উপজেলার দরগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকের ক্যাম্প পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আফরোজা খানম রিতা বলেন, আমার পিতা সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর কারণেই আজকে ৪ হাজার রোগীদের সেবা দিতে পেরেছি। আমার বাবা মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা ও মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন। আমি সাধারণ ও তৃণমূল মানুষের দ্বারপ্রান্তে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

তিনি বলেন, নির্বাচনের পরেও এ মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে, ইতোমধ্যে আমরা মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ার দরগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা প্রদান করলাম। ধারাবাহিকভাবে এ ক্যাম্প ভিন্ন জায়গায় অব্যাহত থাকবে।

এ সময় তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদীদের কারণে মানুষ ভোট দিতে পারেনি। তাই আগামী নির্বাচনে প্রতিটি মানুষ ধানের শীষে ভোট দেবার জন্য মুখিয়ে আছে। আমি নির্বাচিত হয়ে আসলে যোগাযোগ ব্যবস্থাসহ চিকিৎসা সেবা আরও উন্নত করব। যাতে মানুষ তৃণমূলে স্বাস্থ্যসেবা পায়।

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় সকাল ৯টা থেকে এ মেডিকেল ক্যাম্প শুরু হয়ে দিন ব্যাপি চলবে।

এ সময় মানিকগঞ্জ জেলা ও সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এমএ করিম, ড্যাবের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান এবং সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ উপস্থিত ছিলেন।

ড্যাবের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান জানান, সাটুরিয়া উপজেলার দরগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, দন্তসহ ১০টি বিভাগের ৭৫ জন বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রায় ৪ হাজার দুস্থ রোগীদের ফ্রি চিকিৎসা পত্র দিয়েছেন। পরে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

ধানের শীষ,ভোট,রিতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত