ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু

সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু

দীর্ঘ ৪২ দিনের অবকাশ শেষে আজ রোববার (১৯ অক্টোবর) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৭ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল আদালতের কার্যক্রম।

আদালত খোলার প্রথম দিনের প্রচলিত রীতিতে, প্রধান বিচারপতি ও আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে, সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত। এতে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষস্থানীয় আইনজীবীরা অংশ নেবেন।

এদিকে, হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ৬৬টি বেঞ্চ গঠন করেছেন, যার মধ্যে ৩৫টি দ্বৈত বেঞ্চ এবং ৩১টি একক বেঞ্চ রয়েছে। আজ থেকেই এসব বেঞ্চে নিয়মিত বিচার কাজ শুরু হচ্ছে।

অপরদিকে, আপিল বিভাগে বিচার কার্যক্রম পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। গঠিত বেঞ্চগুলোর বিস্তারিত তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যাতে বিচারপ্রার্থীরা ও আইনজীবীরা প্রয়োজনীয় তথ্য জানতে পারেন।

সুপ্রিম কোর্ট,বিচার কার্যক্রম,শুরু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত