ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণে সিমেন্টসহ আটক ২৪

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণে সিমেন্টসহ আটক ২৪

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ বাংলাদেশি সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাচার কাজে জড়িত ২৪ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোট থেকে ফিশিং বোটে মালামাল হস্তান্তরের সময় প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি বোট ও ২৪ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, আটককৃত বোট ও পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক ২৪,বিপুল সিমেন্টসহ,মিয়ানমারে পাচার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত