ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াইলে যৌথবাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইলে যৌথবাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬১ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার পংপাচিহা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আসাদ মিয়া এবং সহিলাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল-আমিন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে। এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম তাড়াইল থানার সহযোগিতায় গভীর রাতে অভিযান চালায়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় ইয়াবা সরবরাহের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। তারা দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। যৌথবাহিনীর অভিযানে তাদের আটক হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথবাহিনীর অভিযানে ৬১ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তাড়াইল উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় একের পর এক মাদক কারবারি গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

তাড়াইল,যৌথবাহিনী,মাদক কারবারি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত