ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ভয়ংকর রূপে ইরফান সাজ্জাদ

ভয়ংকর রূপে ইরফান সাজ্জাদ

প্রকাশ্যে এসেছে ঈদে মুক্তিপ্রাপ্তব্য সিনেমা ‘আলি’র প্রথম অফিসিয়াল পোস্টার। তাতে ভয়ংকর রূপে ধরা দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। চোখে মুখে প্রতিশোধের আগুন, এলোমেলো চুল, রক্তাক্ত দৃষ্টি, আর আগুনের ঝলকে ভরা এক অগ্নিগর্ভ পরিবেশ—সব মিলিয়ে এক ভিন্নধর্মী লুক সামনে এসেছে তার অনুরাগীদের সামনে।

সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন বিপ্লব হায়দার, আর প্রযোজনায় রয়েছেন তাজুল ইসলাম। পোস্টার প্রকাশের পর থেকেই সরগরম নেটদুনিয়া। প্রশংসায় ভাসছেন ইরফান। কেউ কেউ তো পোস্ট দেখেই ভয় পেয়ে গেছেন!

রোববার (২৫ মে) নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন নিজের ‘আলি’ লুক। ক্যাপশনে শুধু লেখেন, “আসছে…”। এই রহস্যময় বার্তাই যেন আরও উস্কে দিয়েছে দর্শকের কৌতূহল।

এই সিনেমার চরিত্র প্রসঙ্গে ইরফান বলেন, “এটা এমন একটি চরিত্র, যা সবাই করতে চাইবে না। কারণ, এই চরিত্রটি বাকপ্রতিবন্ধী ও শারীরিকভাবে প্রতিবন্ধী। তার সব প্রকাশ ঘটে শুধু ইঙ্গিতে।”

চরিত্রটির জন্য শিখতে হয়েছে সাইন ল্যাঙ্গুয়েজও। ইরফান জানান, “এই ধরনের চরিত্র কমার্শিয়াল সিনেমায় সচরাচর দেখা যায় না। আমি চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছি। এত সাড়া পাবো ভাবিনি।”

প্রসঙ্গত, ইরফানকে সর্বশেষ দেখা গেছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভয়াল’-এ, যেখানে তার বিপরীতে ছিলেন অভিনেত্রী আইশা খান।এবারের কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘আলি’। সিনেমা-প্রেমীদের জন্য এটি হতে পারে ভিন্ন স্বাদের চমক।

‘আলি’,ভয়ংকর,রূপ,ইরফান সাজ্জাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত